হোম > ছাপা সংস্করণ

দায়রা আদালতেও জামিন হয়নি ভোলা র

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

পুলিশের সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার আসামি এহতেশামুল হক ওরফে ভোলার জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এ আদেশ দেন।

মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী গতকাল বলেন, ‘গত ২৪ অক্টোবর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভোলার জামিনের আবেদন নামঞ্জুর হয়। ওই আদেশের বিরুদ্ধে মিস মামলা করে দায়রা আদালতে তাঁর জামিন চান। রাষ্ট্রপক্ষে আমরা জামিনের বিরোধিতা করেছি।’

এর আগে গত ২৩ অক্টোবর ভোররাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরের বেনাপোল থেকে তাঁকে গ্রেপ্তার করে। সেদিন চট্টগ্রাম আদালতে তাঁকে হাজির করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে তিনি বাবুল আক্তারের নির্দেশে মাহমুদা খানম মিতু হত্যার কথা স্বীকার করেন।

২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে নগরের জিইসি মোড় এলাকায় হত্যার শিকার হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় তাঁর স্বামী বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। তদন্ত শেষে পিবিআই এ বছরের ১২ মে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয়। ওই দিন মাহমুদার বাবা মোশাররফ হোসেন বাদী হয়ে বাবুলসহ আটজনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ