হোম > ছাপা সংস্করণ

ডুমুরিয়ায় প্রজনন স্বাস্থ্যবিষয়ক কর্মশালা

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

ডুমুরিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের রাইট হেয়ার রাইট নাউ-২ প্রকল্পের আয়োজনে সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার দুপুরে উপজেলা শহীদ শেখ আবদুল মজিদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন এ প্রকল্পের ডেপুটি ম্যানেজার মো. হারুন-অর রশিদ।

এ সময় প্রকল্পের ডিওয়াইএম শিখা রানি শীল স্বাগত বক্তব্যে বলেন, ‘দেশে ১০-১৯ বছর বয়সী প্রায় ৩ কোটি ৬০ লাখ কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকায় তাঁরা নানা রকম স্বাস্থ্যঝুঁকির মধ্য থাকে। তাঁদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হরমোনের প্রভাবে শারীরিক ও মানসিক পরিবর্তন হয়ে থাকে। এ সময় শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে সঠিক পরামর্শ ও ধারণা তাঁদের চিন্তামুক্ত, স্বাভাবিক ও সুন্দর জীবন-যাপনে সহায়তা করতে পারে।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি অনেকটা লজ্জাজনক হিসেবে বিবেচিত হওয়ায় তারা অনেক ভুল তথ্য পায়। অথচ শরীরে প্রজনন অঙ্গের সুস্থতার সঙ্গে শারীরিক, মানসিক ও সামাজিক কল্যাণকর অবস্থা হল প্রজনন স্বাস্থ্য।’

আর এ বিষয়ে তিনি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতাসহ সকলকে এক যোগে কাজ করার সহযোগিতা জানান।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, অমিয় কান্তি মল্লিক প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ