পাবনার ঈশ্বরদীতে সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। গত রোববার রাতে ঈশ্বরদী-পাবনা সড়কের উপজেলার দাশুড়িয়ার দিকশাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাবলু হোসেন (৩২) ও পরাগ হোসেন (৩৫)। আহতরা হলেন ঈশ্বরদীর আমবাগান এলাকার ডলি খাতুন (৩০), নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি গ্রামের শাহিন হোসেন (২৭), বড়াইগ্রাম সদরের মহরম হোসেন। আহত একজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, রোববার রাত ৯টার দিকে দাশুড়িয়ার দিক থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা পাবনার দিকে যাচ্ছিল। একই সময় পাবনার দিক থেকে গরুবাহী একটি ভটভটি দাশুড়িয়া ইউনিয়নের দিকশাইল বাজারের কাছে এলে অটোরিকশা এবং ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রেজাউল বাশার আজকের পত্রিকাকে বলেন, ‘অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই হতাহতদের উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি জব্দ করা হয়েছে।’