হোম > ছাপা সংস্করণ

আইফেল টাওয়ারে জাহ্নবীর সিনেমা

সময়টা বেশ ভালো যাচ্ছে শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের। কয়েক দিন আগেই দক্ষিণের জনপ্রিয় নায়ক জুনিয়র এনটিআরের বিপরীতে চুক্তিবদ্ধ হয়েছেন। এবার জানা গেল বিখ্যাত আইফেল টাওয়ারে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহ্নবীর নতুন সিনেমা ‘বাওয়াল’-এর প্রিমিয়ার। এটিই প্রথম ভারতীয় সিনেমা, যার প্রিমিয়ার হবে ফ্রান্সের এই আইকনিক স্থাপনায়।

আগামী জুলাই মাসে আমাজন প্রাইমে স্ক্রিনিং শুরু হবে বাওয়ালের। তার আগে আইফেল টাওয়ারে প্রদর্শিত হবে সিনেমাটি। প্রিমিয়ার অনুষ্ঠানে সিনেমার কলাকুশলীদের সঙ্গে থাকবেন ফরাসি অতিথিরা।

‘দঙ্গল’খ্যাত পরিচালক নীতেশ তিওয়ারির এ সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছেন বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর। গত বছরই বাওয়ালের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। প্রথমে ঘোষণা দেওয়া হয়েছিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। পরে মত পাল্টান প্রযোজক। সাজিদের মতে, বাওয়াল বড় পর্দায় মুক্তি পেলে ভালো ব্যবসা নাও করতে পারে। কারণ, বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর ছাড়া সিনেমায় তেমন কোনো তারকা নেই। এ ছাড়া করোনার পরে দর্শকের রুচি বদলেছে, তাই বাওয়ালের মতো সিনেমা দেখতে দর্শক মোটেও সিনেমা হলে ভিড় করবে না। তাই কোনো রকম ঝুঁকি না নিয়ে বড় পর্দার বদলে প্রযোজক বেছে নিয়েছেন ওটিটি প্ল্যাটফর্ম।

শোনা যাচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে এই সিনেমার গল্প তৈরি করেছেন পরিচালক নীতেশ তিওয়ারি। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বাওয়ালের সঙ্গে প্যারিসের একটা প্রতীকী সংযোগ রয়েছে। সিনেমার বেশির ভাগ গুরুত্বপূর্ণ দৃশ্য প্যারিসে শুট করা। এই শহরটাও সিনেমায় যেন একটি চরিত্র হয়ে উঠেছে। তাই প্রিমিয়ারের জন্য বেছে নেওয়া হয়েছে আইফেল টাওয়ারকে। আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে মুক্তি পাবে সিনেমার ট্রেলার। তখন হয়তো সিনেমার কাহিনি সম্পর্কে আরও ধারণা পাওয়া যাবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ