গাজীপুরের শ্রীপুরে ডিশ সংযোগ মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. নজরুল ইসলাম (৩৮) নামের এক ডিশ ব্যবসায়ী নিহত হয়েছেন। গত বুধবার উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে ডিশ সংযোগ দিতে গিয়ে তিনি আহত হন। গত বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নজরুলের।
নজরুল ওই গ্রামের বাসিন্দা। নিহতের চাচাতো ভাই মো. শফিকুল ইসলাম বলেন, বৈদ্যুতিক তারের ওপর দিয়ে ডিশ তার ছুড়ে দিলে নজরুল বিদ্যুতায়িত হয়। তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে তাঁর মৃত্যু হয়।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষে কোনো ধরনের খবর পাইনি।