হোম > ছাপা সংস্করণ

চাকরির জন্য ডেকে যৌন হয়রানি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগর উপজেলার কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল বাসারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছে। বিদ্যালয়ের আয়া পদে এক নারীকে নিয়োগ দেওয়ার নামে তাঁকে যৌন হয়রানি করেন বলে মামলায় উল্লেখ করেছেন ভুক্তভোগী নারী।

গত ২০ মার্চ সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন ওই নারী। এরপর গত বৃহস্পতিবার আদালতের নির্দেশে শ্যামনগর থানা-পুলিশ মামলাটি রেকর্ড করেছে। তবে মামলা রেকর্ডের পর থেকে ওই শিক্ষক গা ঢাকা দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, আয়া পদের চাকরির জন্য শুরুতে পাঁচ লাখ টাকা দাবি করেন শিক্ষক আবুল বাসার। এ সময় টাকা কমানোর অনুরোধ করার পর ওই নারীকে গত ১০ মার্চ দুপুরে বিদ্যালয়ের অফিসে দেখা করতে বলেন বাসার। এ সময় অফিসে কেউ না থাকায় বাসার ওই নারীকে শ্লীলতাহানির চেষ্টা করে।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক আবুল বাসার বলেন, ‘চাকরির বিষয়ে মুঠোফোনে মাঝেমধ্যে কথা হলেও সেখানে খারাপ কিছু তিনি বলিনি। আর অফিস কক্ষে শ্লীলতাহানির অভিযোগ সঠিক নয়।’

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক চেয়ারম্যান কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম বলেন, মামলার বিষয়টি শুনেছি। তবে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এ নিয়ে কেউ আমার কাছে অভিযোগ করেনি।’

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, আদালতের নির্দেশে মামলাটি আমলে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ নিতে পুলিশ তৎপর রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ