হোম > ছাপা সংস্করণ

দিনে আশপাশে পর্যবেক্ষণ রাতে সংঘবদ্ধ চুরি

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে সংঘবদ্ধ চোর চক্রের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে এরা দিনে আশপাশে পর্যবেক্ষণের পর রাতে সংবদ্ধ হয়ে চুরি কর।  এ সময় আটককৃতদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। এসব সদস্যের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার সময় পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিং সভায় অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) তানভীর হায়দার জানান, ভিডিও ফুটেজ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযানকারী দল প্রথমে মনোহর বাজার মোড় থেকে আবুল হোসেন, শহিদুল হাওলাদার ও সঞ্জয় হালদারকে গ্রেপ্তার করে। পরে আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে ওই চক্রের আরও ৪ সদস্যকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- গিয়াস উদ্দিন হাওলাদার, হেমায়েত মাদবর, শহিদুল হাওলাদার ও বাচ্চু খান। জিজ্ঞাসাবাদে একপর্যায়ে আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী চুরি যাওয়া স্বর্ণ ক্রয়কারি শাওন মুনশিকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালীন সময় আসামিদের থেকে চোরাই মাল বিক্রির নগদ ২ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা, ১টি স্বর্ণের চেইন, ১ জোড়া কানের দুল, ১টি আংটি, ১টি তালা কাটার হোট, ২টি স্ক্রু ড্রাইভার, ১টি প্লাস, ২টি রেইঞ্জ, ১টি আলমারি ভাঙার বিশেষ লোহার যন্ত্র জব্দ করেছে পুলিশ।

আটককৃতরা দীর্ঘদিন ধরে শরীয়তপুর ও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন থানা এলাকায় দিনের বেলায় আশপাশে পর্যবেক্ষণ করে পরবর্তীতে রাতের আঁধারে সংঘবদ্ধ হয়ে চুরির কাজ সম্পন্ন করে আসছিল বলেও জানিয়েছে পুলিশ। পুলিশ সুপারের নির্দেশে অভিযান পরিচালনা করেন পালং মডেল থানার ওসি আক্তার হোসেন, পুলিশ পরিদর্শক এস. এম আতিক উল্লাহ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ