ইউক্রেনের পূর্ব সীমান্তে হাজারো সেনা নিয়ে এসেছে রাশিয়া। আগামী বছরের প্রথম দিকেই রুশ বাহিনী আক্রমণ করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ইউক্রেন। তবে বরাবরই এ অভিযোগ উড়িয়ে দিচ্ছে রাশিয়া। উল্টো ইউক্রেনে মার্কিন সেনা এবং প্রশিক্ষক পাঠানো হচ্ছে বলে অভিযোগ তাদের। বিবিসির এক প্রতিবেদন বলছে, রাশিয়া আক্রমণ করলে যুক্তরাজ্য এবং এর মিত্রদের কোনো সহায়তা পাবে না ইউক্রেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এ তথ্য জানিয়েছেন।
স্পেক্টেটর সাময়িকীতে এক সাক্ষাৎকারে ওয়ালেস বলেন, ইউক্রেন ন্যাটোর সদস্য নয়। ফলে রাশিয়া আক্রমণ করলে ন্যাটোর কোনো সদস্য দেশ সেখানে সহায়তা পাঠাবে বলে মনে হয় না। এ জন্যই কূটনীতিকভাবে এ সিদ্ধান্ত। গুরুতর অর্থনৈতিক নিষেধাজ্ঞাই ছিল এটি রোধ করার অন্যতম উপায়।