হোম > ছাপা সংস্করণ

কমিটি বাতিল দাবিতে এবার গণজমায়েত

বগুড়া প্রতিনিধি

বগুড়া জেলা ছাত্রলীগের নবগঠিত আংশিক কমিটি বাতিলের দাবিতে গণজমায়েত করেছেন ছাত্রলীগের পদবঞ্চিত নেতা-কর্মীরা। গতকাল বুধবার শহরের সাতমাথা মুজিব মঞ্চে এই গণজমায়েত করেন তাঁরা।

মুজিব মঞ্চে হাজির হন গত বছরের ১১ মার্চ শহরের সাতমাথায় নিজ দলের নেতা-কর্মীদের হামলায় নিহত জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তাকবির ইসলাম খানের মা আফরোজা বেগম।

তিনি সমবেত ছাত্র-জনতার উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তিনি বলেন, ‘ওই দিন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক (পরবর্তীকালে বহিষ্কৃত) আব্দুর রউফের নেতৃত্বে তাকবিরকে খুন করা হয়। সেই রউফ জামিনে ছাড়া পেয়ে জেলা ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটির নেতাদের সঙ্গে মহড়া দিচ্ছে। এই খুনিদের আশ্রয় দেওয়া নেতাদের বাদ দিয়ে নতুন কমিটি গঠন করা উচিত।’

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য অধ্যক্ষ শহীদুল ইসলাম দুলু, যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি হিরো, বগুড়া শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মাইসুল তোফায়েল কোয়েল, সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমার রায় প্রমুখ।

এদিকে গত মঙ্গলবার রাতে নবগঠিত জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে বগুড়া সদর উপজেলা ছাত্রলীগ ও সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এই দুই ইউনিটে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্তও আহ্বান করা হয় সেই প্রেস বিজ্ঞপ্তিতে।

 ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ৭ নভেম্বর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে। কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত নেতা-কর্মীরা আন্দোলন করে আসছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ