হোম > ছাপা সংস্করণ

অবশেষে রাস্তার কাজ শুরু

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুরানী বাজারের পাকা রাস্তার মাথা থেকে আদর্শগ্রামের সুলতান সওদাগরের দোকান পর্যন্ত ১ কিলোমিটার রাস্তার কাজ অবশেষে শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে সুলতান সওদাগর দোকানের সামনে দোয়ার মাধ্যমে এই কাজের উদ্বোধন করা হয়। দীর্ঘ অপেক্ষার পর সড়কের কাজ শুরু হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে।

এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো, আদর্শগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন, স্থানীয় ইউপি সদস্য জামশেদ আলম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু ইউছুফ মিয়াসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন, আদর্শগ্রাম নুরানী মাদ্রাসার মুফতি নুর উদ্দিন।

রাস্তার কাজ শুরু হওয়ার সংবাদ পেয়ে এলাকার উৎসুক জনতার ভিড় লক্ষ করা গেছে।

কাপড় ব্যবসায়ী রিপন মিয়া বলেন, ব্যবসায়িক কাজে বিভিন্ন জায়গা থেকে মালামাল এনে বিক্রি করা কঠিন হচ্ছিল। এখন রাস্তার কাজ সম্পন্ন হলে অনেক দিনের কষ্ট দূর হবে।

স্থানীয় যুবদল নেতা ইকবাল হোসেন হেলাল বলেন, অনেক দিন পর হলেও রাস্তাটির কাজ শুরু হলো। তবে সঠিকভাবে যাতে কাজ সম্পন্ন হয় সেদিকে কর্তৃপক্ষকে নজর দেওয়া উচিত। কাজের মান ঠিকমতো না হলে কষ্ট থেকেই যাবে।

উপজেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, ‘আমাদের অনেক প্রত্যাশা ছিল এমন একটা দিনের। যা হোক, রাস্তার কাজ শুরু হওয়ায় অনেক আনন্দ লাগছে।

চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো বলেন, ‘এলাকার সবচেয়ে বেশি দাবি ছিল আদর্শ গ্রামের রাস্তাটি নিয়ে। কাজ শুরু হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী, ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’ কাজের গুণগত মান ঠিক রাখতে ঠিকাদারকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স সাজিন করপোরেশনের আবদুস সালাম জানান, ৮৩ লাখ টাকা ব্যয়ে রাস্তার কাজটি আগামী জুনের মধ্যে বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ