নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৯৯ বোতল ফেনসিডিলসহ মো. নবাব আলী নামে এক যুবককে আটক করেছে র্যাব। গত শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমড়াইল মোড় থেকে তাঁকে আটক করা হয়।
আটক নবাব আলী রাজশাহীর গোদাগাড়ির কাকনহাটের বাসিন্দা। গতকাল শনিবার দুপুরে র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১-এর মিডিয়া কর্মকর্তা মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, আটককৃত ব্যক্তি নারায়ণগঞ্জ, ঢাকা ও কুমিল্লাসহ আশপাশের এলাকায় মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানানো হয় র্যাবের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে।