ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) অঞ্চলের দ্বিতীয় কার্যালয় পরিদর্শন করেছেন মেয়র মো. ইকরামুল হক টিটু। গতকাল সোমবার সকালে কালিবাড়ি রোড এলাকার ভবনটি পরিদর্শন করেন তিনি।
এ সময় ওয়ার্ড কাউন্সিলর শীতল সরকার, মো. নিয়াজ মোর্শেদ, অঞ্চল-২ এর নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচকে দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
মসিক মেয়র সদ্য উদ্বোধনকৃত কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সেবার মান ও গতি বৃদ্ধিতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।