হোম > ছাপা সংস্করণ

নির্বাচন-পরবর্তী সংঘর্ষে আহত ১০, গ্রেপ্তার ১

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন পরবর্তী সংঘর্ষে ১০ জন আহত হওয়ার ঘটনায় গত বুধবার রাতে ২৩ জনের নামে থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলের দিকে পঞ্চগ্রাম ইউপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে জয়ী প্রার্থী জাহিদুল ইসলাম আপেল বিজয় মিছিল বের করেন। পরাজিত প্রার্থী আব্দুল করিমের বাড়ির উঠানে পারিবারিক কবরস্থানের পাশে মিছিলসহ গানবাজনা ও উল্লাস করতে থাকলে বাড়ির লোকজন আপত্তি জানায়। এতে আপেলসহ তাঁর লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা চালালে পরাজিত সদস্য প্রার্থী আব্দুল করিম, মোক্তার আলী, দোলেনা বেগম, সোহাগ মিয়া, মনোয়ারা বেগম, আনার কলি, রুম্পা বেগম, শাহিনা বেগমসহ ১০ জন আহত হন। এদের মধ্যে তিনজনকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করছেন।

এ ঘটনায় গত বুধবার রাতে সদর থানায় ২৩ জনের নামে মামলা করেন পরাজিত সদস্য প্রার্থী আব্দুল করিম। মামলায় গতকাল সকালে পুলিশ অভিযান চালিয়ে শুরজিৎ রায়কে গ্রেপ্তার করে।

লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, এ মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ