কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী শ্যালক ও দুলাভাই নিহত হয়েছেন। গত শনিবার রাত আটটার দিকে হাতিয়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পৌর এলাকার সাতুটিয়া গ্রামের মোতালেব হোসেন (৪৫) এবং একই এলাকার মাসুম (৩০)। তাঁরা সম্পর্কে মামাতো শ্যালক ও দুলাভাই।
নিহতদের আত্মীয় আব্দুল জলিল জানান, উপজেলার হাতিয়াতে মাসুমের বোনের বিয়েতে অংশ নেন। রাতে দাওয়াত খাওয়া শেষে তাঁরা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার মরফিন হাসান জানান, ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তির নিহত হওয়ার খবর পেয়ে রেলওয়ে পুলিশকে জানানো হলে তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।