হোম > ছাপা সংস্করণ

মঞ্চে শাহরুখ কাজলের সিনেমা

বলিউডি প্রেম নিয়ে কথা হবে, অথচ রাজ-সিমরানের প্রসঙ্গ উঠবে না, তা কি কখনো হয়! ১৯৯৫ সালের অক্টোবরে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ মুক্তির পর প্রায় ২৭ বছর গড়িয়েছে। আজও অমলিন সে সিনেমার রাজ-সিমরান জুটির প্রেম। সিনেমাটি ফিরছে নতুন আঙ্গিকে। পরিকল্পনা ছিল আগেই। গত বছর প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস থেকে ঘোষণা হয় লন্ডনে মঞ্চনাটক হিসেবে প্রদর্শিত হবে এই সিনেমা। তখন বিস্তারিত জানা যায়নি। প্রায় বছরখানেক সময় নিয়ে ফিরছেন সিনেমাটির প্রযোজক ও পরিচালক আদিত্য চোপড়া। খুঁজে বের করেছেন বিখ্যাত এই সিনেমার নতুন রাজ-সিমরানকে। নাটকের নাম দেওয়া হয়েছে ‘কাম ফল ইন লাভ—দ্য ডিডিএলজে মিউজিক্যাল’। বিশ্বের অন্যতম সেরা সান দিয়েগোর ওল্ড গ্লোব থিয়েটারে সেপ্টেম্বরে প্রদর্শিত হবে নাটকটি।

হিন্দিতে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ তৈরি করার ইচ্ছে তাঁর ছিল না, জানিয়েছিলেন আদিত্য চোপড়া। ভেবেছিলেন রাজ-সিমরানের কাহিনি নিয়ে হলিউডের জন্য ইংরেজি সিনেমা তৈরি করবেন। শাহরুখ খান নয়, নায়ক হিসেবে টম ক্রুজের কথা ভেবেছিলেন আদিত্য। সেই স্বপ্ন পূরণ হয়নি। তারপরই শাহরুখ-কাজল জুটিকে নিয়ে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ তৈরি করেন। এত বছর পর সে স্বপ্নের কিছুটা পূরণ হতে চলেছে আদিত্যর।

নতুন রাজ-সিমরান কারা?
নতুন দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গেতে রাজের চরিত্রে থাকছেন আমেরিকান অভিনেতা অস্টিন কোলবি। মঞ্চে সুনাম রয়েছে এই অভিনেতার। নিয়মিত অভিনয় করছেন হলিউড সিনেমায়। অন্যদিকে, সিমরানের চরিত্রে দেখা যাবে শোভা নারায়ণকে। তিনি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। শৈশব থেকে থিয়েটারে অভিনয় করছেন। কাজ করেছেন একাধিক টিভি সিরিজ ও সিনেমায়। শাহরুখ খানকে ট্যাগ করে অস্টিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছেন। যেখানে তিনি লিখেছেন, ‘আশা করি আমার কাজ আপনার পছন্দ হবে!’ মঞ্চনাটকটির পাণ্ডুলিপি ও গানের কথা লিখছেন যুক্তরাষ্ট্রের নেল বেঞ্জামিন। সংগীত পরিচালনা করবেন বলিউডের বিশাল-শেখর জুটি। শ্রুতি মার্চেন্ট ও এমি পুরস্কারজয়ী রব অ্যাশফোর্ড কোরিওগ্রাফি করবেন। নাটকের অন্যান্য শিল্পী নির্বাচন করবেন হলিউডের ডানকান স্টুয়ার্টের টিম ও বলিউডের শানু শর্মা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ