হোম > ছাপা সংস্করণ

ছাত্রলীগের সিট বাণিজ্য বন্ধের দাবিতে বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে সিট বাণিজ্য বন্ধ, দ্রুত রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ কয়েক দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বামপন্থী ছাত্র সংগঠন।

গতকাল রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পুরো ক্যাম্পাস ঘুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয় মিছিলটি।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক রিদম শাহরিয়ার বলেন, করোনাভাইরাস প্রতিরোধে দীর্ঘ সময় বিশ্ববিদ্যলয় বন্ধ ছিল। এ সময় অনেক শিক্ষার্থী তাঁদের বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে হল ছেড়ে চলে গেছেন। ফলে অনেক সিট ফাঁকা হয়েছে। এই সিটগুলো ছাত্রলীগ দখলে নিয়েছে এবং একেকটি সিট চার-পাঁচ হাজার টাকায় বিক্রি করছে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাদের অন্য দাবিগুলো হলো—আবাসন সংকট নিরসন, স্বল্পমূল্যে মানসম্মত খাবার পরিবেশন ও নিরাপদ ক্যাম্পাস।

হল প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে উল্লেখ করে সংশ্লিষ্টদের অনতিবিলম্বে পদত্যাগের আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।

বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাবি সংসদের সভাপতি শাকিলা খাতুন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক রঞ্জু হাসানসহ বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ