পাকিস্তানি হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোক শোভাযাত্রা করেছে পিরোজপুর ইয়ুথ সোসাইটি। গত বুধবার রাতে এ আলোক মিছিলটি শহরের টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভাগিরথী চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে ভাগিরথী চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন করা হয়।
এ সময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খাইরুল হাসান, পিরোজপুর প্রেসক্লাবের আহ্বায়ক গৌতম রায় চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, জেলা উদীচী সাধারণ সম্পাদক খালিদ আবু, পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন, জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, পৌর কাউন্সিলর ইঞ্জিনিয়ার জিদান আহম্মেদ জসিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার, সাংগঠনিক সম্পাদক আজমল হুদা নিঝুম, জেলা ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম টিটু, পিরোজপুর জেলা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তামিম সরদার প্রমুখ।