হোম > ছাপা সংস্করণ

মান্দায় ‘মদ্যপ’ অবস্থায় ডুবে জেলের মৃত্যু

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় অতিরিক্ত মদ্যপান করে পুকুরে মাছ ধরতে নেমে পানিতে ডুবে এক জেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

মৃত জেলের নাম বেলাল হোসেন (৩০)। তিনি ভারশোঁ মৎস্যজীবী পাড়ার মৃত আহসান আলীর ছেলে। ঘটনার পর থেকে বেলালের সঙ্গীরা গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামের ধীরেন্দ্রনাথ বারিকের পুকুরে জাল দিয়ে মাছ ধরতে যান একই এলাকার বেলাল হোসেন, মমতাজ হোসেন, সাইদুর রহমান ও আনিছার রহমান। প্রথম দফায় মাছ ধরে দিলে পুকুরমালিক সেগুলো নিয়ে দেলুয়াবাড়ি বাজারে বিক্রি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, পুকুরটিতে দ্বিতীয় দফায় জাল নামানোর আগে পুকুরমালিক ধীরেন্দ্রনাথ বারিক নিজ বাড়িতে জেলেদের মদ্যপান করান। বেসামাল অবস্থায় পুকুরে আবারও জাল ফেলেন তাঁরা। জাল টান দেওয়ার একপর্যায়ে বেলাল হোসেন পানিতে ডুবে যান।

গ্রামের শহিদুল ইসলাম বলেন, মৎস্যজীবী বেলালসহ তাঁর সঙ্গীরা এলাকার চিহ্নিত মাদকসেবী। অতিরিক্ত মাদক সেবনের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বেলাল পানিতে ডুবে মারা যান।

পুকুরমালিক ধীরেন্দ্রনাথ বারিক জেলেদের মদ্যপান করানোর অভিযোগ অস্বীকার করে বলেন, নির্ধারিত পারিশ্রমিকে জেলেদের দিয়ে পুকুর মাছ ধরার কাজে লাগিয়েছিলেন তিনি। মাছ ধরার সময় হঠাৎ করেই পানিতে ডুবে যান বেলাল।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, অতিরিক্ত মদ্যপানের কারণে পানিতে ডুবে বেলালের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ কারণে তাঁর মরদেহ উদ্ধার করে নওগাঁ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ