হোম > ছাপা সংস্করণ

ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি

দারুস সালাম থানার গাবতলী ও ক্যান্টনমেন্ট থানার ইউসিবি চত্বর এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শনিবার এ দুটি ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন নীলফামারীর ডোমার উপজেলার শালডাঙ্গা গ্রামের ইদ্রিস আলীর ছেলে রেজাউল ইসলাম (২৫) এবং জলঢাকা উপজেলার বসুনিয়া গ্রামের রফুল ইসলামের ছেলে সাকিব (২৩)।

গাবতলী সিটি কলোনির নির্মাণাধীন ভবনের ৯ তলা থেকে নিচে পড়ে নিহত হন শ্রমিক রেজাউল ইসলাম। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রেজাউলের ভাই জাহিদুল ইসলাম জানান, রেজাউল রডমিস্ত্রির কাজ করতেন। ১৫ তলা ভবনের ৯ তলায় কাজ করার সময় নিচে পড়ে গুরুতর আহত হন রেজাউল। দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রেজাউল বর্তমানে নির্মাণাধীন ভবনেই থাকতেন।

এদিকে, ক্যান্টনমেন্ট থানার ইউসিবি চত্বর এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাকিব (২৩) নামে অপর এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সাকিবের সহকর্মী মোজাম্মেল হোসেন জানান, তাঁরা এক বছর ধরে ইউসিবি চত্বরের পাশে নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। সকালে সাকিব দোতলার ছাদে কলামের সার্টার খুলছিলেন। এ সময় সেখান থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাঁকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং পরে ঢামেকে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ