যশোরের ঝিকরগাছায় রাস্তায় পড়ে পাওয়া ১ লাখ ৭০ হাজার টাকা ফেরত দিলেন দিনমজুর আব্দুর রাজ্জাক (৫৮)। গত মঙ্গলবার তিনি ওই টাকা গ্রামের রাস্তায় পড়ে পেয়েছিলেন।
মজুরের কাজে যাওয়ার সময় গ্রামের বিদ্যালয়ের রাস্তায় ওইদিন সকালে আব্দুর রাজ্জাক একটি ব্যাগ পড়ে পান। ব্যাগে বেশ কিছু কাগজপত্রের সঙ্গে ১ লাখ ৭০ হাজার টাকা ছিল। পরের দিন ব্যাগের মালিক বায়সা-চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা মাইকে বাগসহ টাকা হারানো বিজ্ঞপ্তি প্রচার করেন।
খবর পেয়ে বৃদ্ধ দিনমজুর আব্দুর রাজ্জাক গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্যের সঙ্গে নিয়ে বুধবার সন্ধ্যায় শিক্ষক গোলাম মোস্তফাকে টাকাসহ ব্যাগ ফেরৎ দেন।
ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, আব্দুর রাজ্জাক একজন দিনমজুর। তিনি সৎ ও ভালো মানুষ। অনাটন থাকার সত্বেও এতগুলো টাকা ফেরত দেওয়ায় সবাই প্রশংসা করছেন।