হোম > ছাপা সংস্করণ

পিটিয়ে বের করে দেওয়া হলো মাদ্রাসা সুপারকে

পীরগঞ্জ প্রতিনিধি

পীরগঞ্জের শানেরহাট ইউনিয়নের খোলাহাটি দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপারকে পিটিয়ে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির দুই সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে এই ঘটনা ঘটে। মাদ্রাসার আহত সুপার মো. নুহু মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নুহু মিয়া বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় আসেন। তারপরই ব্যবস্থাপনা কমিটির দুই সদস্য কাজী আপেল মিয়া ও সেলিম মিয়া সুপারের কক্ষে ঢোকেন। তাঁরা সুপারকে বরখাস্ত করা হয়েছে জানিয়ে তাঁকে মাদ্রাসা থেকে বের হয়ে যেতে বলেন। এ নিয়ে উভয় পক্ষে তর্কাতর্কি শুরু হলে সুপারকে মারধর করা হয়। একপর্যায়ে তাঁকে টেনেহিঁচড়ে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, তাঁরা ভালোভাবেই মাদ্রাসায় পাঠদান কার্যক্রম চালিয়ে আসছেন। কিন্তু ব্যবস্থাপনা কমিটি কী কারণে, কখন সুপারকে বরখাস্ত করল তা জানেন না।

সুপার নুহু মিয়া বলেন, ‘আমি ২২ বছর ধরে এই মাদ্রাসায় সুপার হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসলাম। আর এখন আমাকে অর্থ আত্মসাতের মিথ্যা অজুহাতে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে শুনছি। অথচ আমাকে কারণ দর্শানোর নোটিশ বা সাময়িক বরখাস্তের কোনো চিঠি দেওয়া হয়নি। আমি মাদ্রাসায় নিয়মিত দাপ্তরিক কাজ করতে গিয়ে মারপিটের শিকার হলাম। বরখাস্ত যদি করা হয়েই থাকে, সেটা আইন মোতাবেক চলবে। আমাকে কেন মারপিট করা হলো? আমি এর বিচার চাই। সুস্থ হয়ে মামলা করব।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য সেলিম মিয়া দাবি করেন, মারধর করা হয়নি। শুধু ধাক্কাধাক্কি হয়েছে। অপর সদস্য কাজী আপেল বলেন, ‘কমিটির সভাপতি মোনায়েম সরকার মানুর নির্দেশে আমরা মাদ্রাসায় ঢুকতে সুপারকে নিষেধ করছি। হাতাহাতি, মারামারি কিছুই হয়নি।’

মোনায়েম সরকার জানান, তাঁরা সুপারকে বিভিন্ন অভিযোগে ১১ জানুয়ারি সাময়িক বরখাস্ত করেছেন। তারপরও তিনি মাদ্রাসায় আসায় কমিটির সদস্যরা তাঁকে শুধু নিষেধ করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মমিন মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘ওই মাদ্রাসার সুপারকে সাময়িক বরখাস্ত বিধি মোতাবেক হয়নি। তা ছাড়া তাঁকে মারপিট করা অন্যায় হয়েছে। সুপার আমার কাছে আসলে তাঁকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ