হোম > ছাপা সংস্করণ

বিয়ের দাবিতে অবস্থান নেওয়া তরুণীর জামিন

বরগুনা প্রতিনিধি

বিয়ের দাবিতে বরগুনায় ‘ছেলে বন্ধুর’ বাড়িতে অবস্থান নেওয়া তরুণীকে জামিন দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহবুবুর রহমান ওই তরুণীকে জামিন দেন। গত সোমবার আদালতে জামিন চেয়ে আবেদন করেন তিনি।

আসামিপক্ষের আইনজীবী এম মজিবুল হক কিসলু এসব তথ্য নিশ্চিত করেছেন।

মজিবুল হক কিসলু বলেন, গতকাল বেলা ১১টার দিকে ওই তরুণীকে আদালতে সশরীরে হাজির করা হয়। এরপর উভয় পক্ষের আইনজীবী জামিন শুনানিতে অংশ নেন। শুনানি শেষে বিচারক মাহবুবুর রহমান ওই তরুণী ও তাঁর ভাইয়ের সঙ্গে কথা বলেন। পরে তিনি জামিন মঞ্জুর করেন।

মজিবুল হক কিসলু আরও বলেন, জামিনের কোনো শর্ত দেওয়া হয়নি। তবে আইন ভঙ্গ হয় এমন কোনো কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়। যদি কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তবে আইনি প্রক্রিয়ায় প্রতিকার চাইতে বলা হয়।

বাদীপক্ষের আইনজীবী মো. সাইমুল ইসলাম রাব্বি বলেন, ‘আমরা আদালতে বলেছি, ভাইয়ের জিম্মায় জামিন দেওয়া হলে বাদীর পক্ষের কোনো আপত্তি নেই। পরে আদালত জামিন মঞ্জুর করেন।’

তরুণীর বড় ভাই বলেন, ‘ছেলে মাহমুদুল হাসানের মামা আমাকে ফোন করে আলোচনার জন্য তাঁদের বাড়িতে আমন্ত্রণ জানান। আমরা প্রস্তুতি নিয়ে আসার আগেই তাঁরা আমার বোনের নামে মামলা দিয়ে জেলে পাঠান। আমার বোন আমাদের বলেছে, সে বিয়ে করেছে, শ্বশুরবাড়িতে যাচ্ছে। তাই আমরা আর দুশ্চিন্তা করিনি।’ মাহমুদুল হাসানের পরিবারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে ২৮ এপ্রিল বরগুনার চান্দখালির কাঠপট্টি এলাকার মাহমুদুল হাসানের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন ওই তরুণী। এরপর গত ১০ মে মাহমুদুল হাসানের বাবা মোশাররফ হোসেন তরুণীর বিরুদ্ধে আদালতে অভিযোগ দেন। আদালত অভিযোগ আমলে নিয়ে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে ১৩ মে সকালে ওই তরুণীকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। আদালত তাঁকে ওই দিনই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ