হোম > ছাপা সংস্করণ

শাবির ২ শিক্ষার্থীর ফেসবুকে নিয়োগ

শাবিপ্রবি প্রতিনিধি

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ফেসবুকে নিয়োগ পেয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) দুই শিক্ষার্থী।

তাঁরা হলেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী মওদুদ আহমেদ শাহরিয়ার ও এম. নাজিম উদ্দিন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে চাকরি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দুজন।

মওদুদ শাহরিয়ার বলেন, ‘ফেসবুকের ইউরোপের প্রধান অফিস লন্ডন থেকে গতকাল নিয়োগপত্র পাঠিয়েছে। তারা জানতে চেয়েছে, লন্ডন ছাড়া ইউরোপের অন্য কোনো অফিসে জয়েন করতে চাই কি না। আমি লন্ডন অফিসের কথাই বলেছি।’

মওদুদ আরও বলেন, ‘মোট তিনটা ধাপে আমার ভাইভা নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। তিন নম্বর ধাপে চারটা ভাইভা ছিল। প্রতিটি ভাইভার জন্য সময় দিয়েছে ৪৫ মিনিট করে। শাবিপ্রবিতে পড়ার সময় প্রোগ্রামিংসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। এই প্রতিযোগিতাগুলোর অভিজ্ঞতা ফেসবুকের ভাইভায় খুব কাজে দিয়েছে।’

অপর শিক্ষার্থী এম. নাজিম উদ্দীন বলেন, ‘২০১৪ সালে যখন প্রোগ্রামিং শুরু করি, তখন থেকেই স্বপ্ন ছিল পৃথিবীর টপ ক্লাস ইঞ্জিনিয়ারদের সঙ্গে টেক জায়ান্টে জব করার। ভার্সিটি শেষ হওয়ার পর থেকেই প্রস্তুতি নিতে শুরু করি গুগল, ফেসবুকে চাকরির জন্য।’

নাজিম উদ্দীন আরও বলেন, ‘প্রথম কয়েকবার আবেদন করে ব্যর্থ হই। কিন্তু সব সময়ই নিজের ওপর বিশ্বাস ছিল, কখনোই মনোবল হারাইনি। ‘অবশেষে এ বছর জুন মাসে ফেসবুক এবং গুগল থেকে যোগাযোগ করে ইন্টারভিউ দেওয়ার জন্য। প্রায় দুই মাসব্যাপী ছয়টা করে ইন্টারভিউ নেয় গুগল এবং ফেসবুক।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ