সিলেট ল কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুলের মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। গত শনিবার নগরীর শাহজালাল উপশহরের ই ব্লকের ১ নম্বর রোডের ৩ নম্বর বাসার পাঁচতলার একটি মেস থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। কামরুজ্জামান মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্নি মনারাই গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।
গত শনিবার সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এর আগে দিনের কোনো এক সময় ওই ছাত্রদল নেতার মৃত্যু হয় বলে জানায় পুলিশ।
এদিকে ছাত্রদলের নেতার মৃত্যুকে ঘিরে রহস্য দেখা দিয়েছে। তাঁর মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে মৃতের বোন ফাহমিদা আক্তারের দাবি, তাঁর ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এদিকে পুলিশ বলছে, প্রাথমিকভাবে লাশ দেখে মনে হচ্ছে স্বাভাবিক মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, গত শুক্রবার রাতে কামরুল সাহরি খাওয়ার সময়ও স্বাভাবিক ছিলেন। গত শনিবার বেলা দুইটার দিকে মেসের জুনিয়র একজন বাড়ি যাওয়ার জন্য তাঁকে বলতে গেলে কামরুলের নাক ও মুখে ফেনা দেখতে পান। পরে পুলিশে জানানো হয়।