দক্ষিণী ও হিন্দি সিনেমাভক্তরা অ্যামি জ্যাকসনকে চেনেন না, তা হওয়ার কথা নয়। ব্রিটিশ মডেল ও অভিনেত্রী হলেও অ্যামি জ্যাকসন হিন্দি, তামিল ও তেলুগু ভাষার চলচ্চিত্রে সমানে কাজ করছেন। ছিপছিপে গড়নের সাবেক মিস টিন ওয়ার্ল্ড অ্যামি জ্যাকসনের মসৃণ ত্বকের রহস্য কী? তাঁর বিশ্বাস, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে পারাই বড় ব্যাপার।