হোম > ছাপা সংস্করণ

আনিখা এখন নায়িকা

যাঁরা দক্ষিণের সিনেমা নিয়মিত দেখেন, তাঁরা আনিখাকে ভালোই চিনবেন। পুরো নাম আনিখা সুরেন্দ্রন। অভিনয় করেছেন ‘ভাস্কর দ্য রাস্কাল’, ‘গ্রেট ফাদার’, ‘বিশ্বাম’, ‘ইয়েনাই অরিন্ধল’-এর মতো ব্লকবাস্টার সিনেমায়। ছোট্ট আনিখাকে শিশুশিল্পী হিসেবে পাওয়া গেছে মামুত্তি, মোহনলাল, অজিত কুমার, পৃথ্বীরাজ, বিজয় সেতুপতিসহ অনেক তারকার সিনেমায়। আনিখার বয়স এখন ১৭, সিনেমায় আছেন ১৫ বছর। ২ বছর বয়সে প্রথম ‘ছোট্টা মুম্বাই’ সিনেমায় পাওয়া যায় তাঁকে, নায়ক মোহনলালের নবজাত কন্যার চরিত্রে। চরিত্রের কোনো নাম ছিল না। ২০১০ সাল থেকে নিয়মিত শিশুচরিত্রে অভিনয় করেছেন। এবার তিনি আসছেন নায়িকা হয়ে।

কেরালায় জন্ম নেওয়া আনিখা মালয়ালম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি কাজ করেছেন। নায়িকা আনিখার প্রথম সিনেমা ‘ওহ মাই ডার্লিং’-এর প্রথম লুক প্রকাশ হয়েছে। দক্ষিণের প্রায় সব তারকা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শুভকামনা জানিয়েছেন তাঁকে। রোমান্টিক-কমেডি এই সিনেমা পরিচালনা করছেন আলফ্রেড স্যামুয়েল। আনিখা বলেন, ‘সিনেমাটি খুব বড় বাজেটের নয়, তবে সুন্দর গল্পের। দর্শক কেবল নতুন নায়িকাই নয়, একটা ভালো গল্প দেখতে আসবেন।’

আনিখাকে এখন নিয়মিতই তামিল সিনেমায় দেখা যাচ্ছে। সেখানেও শিশুশিল্পীর সীমানা ডিঙিয়ে নায়িকা হয়ে আসছেন তিনি। আনিখা বলেন, ‘দুই-তিন বছর ধরেই নায়িকা হওয়ার প্রস্তাব পাচ্ছিলাম। পরিবার চাচ্ছিল আরও কিছুটা সময় নিই। বিরতিও নিতে চেয়েছিলাম। কিন্তু এই সিনেমার গল্পটা এতই পছন্দ হয়েছে যে না করতে পারিনি। ইন্ডাস্ট্রির অনেককেই গল্পটা শুনিয়েছি, তাঁরা বলেছেন আমার যে বয়স, একদম এই বয়সেরই চরিত্র এটা। তাই এবার সম্মতি জানিয়ে দিলাম।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ