আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠেয় নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে।
উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে ছয় মাসের জন্য নির্বাচন কমিশন নির্বাচনে এই স্থগিতাদেশ দেয়।
গত বুধবার নির্বাচন পরিচালনা-২-এর উপসচিব মো. আতিয়ার রহমান ও নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-২-এর সহকারী সচিব মোহাম্মদ আশরাফুর রহমান স্বাক্ষরিত স্মারকে (নম্বর-১৭-৫৩১) বিষয়টি নিশ্চিত করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তা আরিফুর রহমান জানান, উচ্চ আদালতের রিট পিটিশন নম্বর ৯৬৮৬/২০২১-এর ২ নভেম্বর ২০২১-এর আদেশের পরিপ্রেক্ষিতে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য সেনবাগের নবীপুর ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে।
নবীপুর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আমিন উল্যা বিএসসির করা রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত এই রায় দেন।