নারী শিক্ষার প্রসারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাংসদ নুরুল ইসলাম নাহিদ। গতকাল সোমবার বিয়ানীবাজার উপজেলার আলীনগরে লুৎফুর-নেহার মেমোরিয়াল গার্লস স্কুলের পাঠদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এ সময় সাংসদ নাহিদ বলেন, ‘আমাদের সমাজের জনগোষ্ঠীর অর্ধেক নারী। তাঁদের জ্ঞানের আলোর বাইরে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন কোনোভাবে সম্ভব নয়। তাই যে সব নারী অর্থনৈতিক ও সামাজিকভাবে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিকার, তাঁদের প্রতিবন্ধকতা দূর করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। উচ্চশিক্ষিত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলেই একমাত্র নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা নিশ্চিতকরণ সম্ভব। তাই নারী শিক্ষা প্রসারে সবাইকে এগিয়ে আসতে হবে।’
লুৎফুর-নেহার মেমোরিয়াল গার্লস স্কুলের প্রতিষ্ঠাতা মো. সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান ড. রমা বিজয় সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান।