কুমিল্লায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় প্রতিপক্ষের হামলা ময়নাল হোসেন (৩৮) নামের এক ইউপি সদস্য প্রার্থী আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে জেলার উত্তর বরুড়ার গহিনখালি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ময়নাল হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা সংকটাপন্ন বলে পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বরুড়ার আগানগর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদে তালা প্রতীকের প্রার্থী ময়নাল হোসেন গত মঙ্গলবার রাতে প্রচারণা শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী তাঁর গতিরোধ করে হামলা চালায়। পরে ছুরি দিয়ে পেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যান। অবস্থা সংকটাপন্ন হওয়ায় কুমিল্লা মেডিকেল হাসপাতাল থেকে রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইউপি সদস্য প্রার্থী ময়নাল হোসেনের ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর জেলার বরুড়া উপজেলার ৯টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।