দীর্ঘ ২২ বছর পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আনোয়ার হোসেনকে (৫৫) ঢাকার খিলক্ষেত থেকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) ও দিনাজপুর জেলা পুলিশ। গ্রেপ্তার হওয়া আসামি দিনাজপুর জেলার ফুলবাড়িয়া উপজেলার রাজারামপুর গ্রামের বাসিন্দা।
এটিইউর পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান গতকাল বৃহস্পতিবার দুপুরে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, খিলক্ষেত থানাধীন বড়ুয়া বাজার এলাকা থেকে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, আনোয়ার খান ২০০০ সালে তাঁর দ্বিতীয় স্ত্রী আলতাফুন ওরফে আলতা বেগমকে (২৫) খুন করে পালিয়ে যান। এ ঘটনায় দিনাজপুরের ফুলবাড়িয়া থানায় করা হত্যা মামলায় ২০০৫ সালে আদালত যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন আদালত।