চুয়াডাঙ্গায় আসন্ন ইউনিয়ন নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে এ সভা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
জেলা প্রশাসক বলেন, ‘আমরা নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আপনারা নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন। তাহলে কোনো সংঘাত হবে না। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। আমি ভাবতে পারছি না, আপনারা ভোট নিয়ে এত শঙ্কিত কেন? সবার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে আপনারা নির্বাচন নিয়ে একটা ভীতির মধ্যে আছেন। আমি আপনাদের একটা কথা স্পষ্ট করে দিই, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।’
অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস বলেন, ‘আমরা সার্বক্ষণিক আপনাদের পাশে থাকব। আপনাদের আশঙ্কার কোনো কারণ নেই।’