গাজীপুর জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন শ্রীপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার। নভেম্বর মাসের পারফরম্যান্স বিবেচনায় তাঁকে গাজীপুর জেলা পুলিশর শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত করা হয়।
গতকাল রাববার দুপুরে গাজীপুর জেলা পুলিশের মাসিক সভায় পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলসহ অপরাধ দমনে কৃতিত্বপূর্ণ অবদানর স্বীকৃতি হিসেবে জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে গোলাম সারোয়ারের নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।