হোম > ছাপা সংস্করণ

বর্ণমালা হাতে ভাষার মাস বরণ

সিলেট সংবাদদাতা

বর্ণমালা হাতে শিশু থেকে প্রবীণ সব বয়সের নারী ও সংস্কৃতি-কর্মীর উপস্থিতিতে ভাষার গানে আর শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করে নিয়েছে সিলেটবাসী। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে ভাষার মাসকে বরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, ‘ভাষার জন্য যাঁরা জীবন দিয়েছেন তাঁদের ঋণ বাঙালি জাতি হিসেবে আমরা কখনই শোধ করতে পারব না। আমাদের দায়িত্ব, মাতৃভাষার মর্যাদা রক্ষায় একসঙ্গে কাজ করা।’ জেলা প্রশাসক আরও বলেন, ভাষা শহীদদের অবদান ও ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের স্বাধীনতার জন্য যাঁরা লড়াই করেছেন তাঁদের বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আয়োজনে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ এম মাহফুজুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু, সিলেট ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, প্রাক্তন সাধারণ সম্পাদক শামছুল বাছিত শেরো প্রমুখ।

সংগীত পরিবেশন করেন, নাট্য সংগঠক নিরঞ্জন দে যাদু ও বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী। এ বছর করোনার কারণে স্বাস্থ্যবিধির নির্দেশনার জন্য প্রধান সড়কে বর্ণমালার মিছিল না করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নাট্য পরিষদ ভাষার মাস বরণের আয়োজন করে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ