সাম্প্রদায়িক সম্প্রীতির দাবিতে বাগেরহাটের রামপালে মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় উপজেলার বাবুরবাড়ী-জিরোপয়েন্ট মোড়ে বাগেরহাট জেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন কুমার গোলদার।
বাগেরহাট জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মহিউদ্দিন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রবিন্দ্রনাথ দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা ও ওয়ার্কার্স পার্টির জেলা সদস্য নূর মোহাম্মদ মোড়ল, ওয়ার্কার্স পার্টির জেলা সদস্য সনজিত মণ্ডল সোনা, জেলা সদস্য ও রামপাল উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অশেষ রায় পল্টু, জেলা সদস্য ও ওয়ার্কার্স পার্টির মোংলা উপজেলার সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস, ওয়ার্কার্স পার্টির রামপাল উপজেলার সদস্য ও জাতীয় কৃষক সমিতির সভাপতি জগবন্ধু ঘরামী, পার্থপ্রতিম ঠাকুর, ডালিম শেখ, আব্দুল রহিম শেখ, নীলকমল রায়, বাবুল শেখ, বাংলাদেশ নারী মুক্তি সংসদ নেত্রী কাকলী রায় ও সাংবাদিক সুজন মজুমদার বক্তব্য দেন।