নতুন সিনেমার ঘোষণা দিল বিগ ব্যাং মিল্টিমিডিয়া। ‘দ্য স্পাই’ নামের সিনেমাটি বানাচ্ছেন আসিফ ইকবাল জুয়েল। এতে স্পাইয়ের চরিত্রে দেখা যাবে মডেল সাজ্জাদ হোসেনকে। এটা সাজ্জাদের প্রথম সিনেমা। গতকাল সন্ধ্যায় প্রকাশিত অ্যানাউন্সমেন্ট ভিডিওতে প্রতিপক্ষের সঙ্গে একাই লড়তে দেখা গেল তাঁকে। কখনো পিস্তল হাতে, কখনো আবার খালি হাতেই শত্রুর মোকাবিলা করছেন তিনি। নির্মাতা আসিফ ইকবাল জুয়েল জানান, পাহাড়ি এলাকায় পুলিশ অপহরণের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে চিত্রনাট্য।
আসিফ ইকবাল বলেন, ‘অনেক সময় পাহাড়ি এলাকায় অপহরণের শিকার হয় পুলিশ। সেই গল্পকেই কেন্দ্র করে দ্য স্পাইয়ের কাহিনি। তবে এর সঙ্গে আনুষঙ্গিক আরও অনেক বিষয় উঠে আসবে। আশা করি, অ্যাকশন ঘরানার জমজমাট একটি গল্প দেখতে পারবে দর্শক। শিগগির শুরু হবে সিনেমার শুটিং। বেশির ভাগ শুটিং হবে চট্টগ্রাম ও বান্দরবানের বিভিন্ন লোকেশনে।’
সিনেমার অ্যাকশন ডিরেক্টর প্রিন্স এআর। নির্বাহী প্রযোজক আনিসুর রহমান মিশু ও নাফিউর রহমান। নির্মাতা জানিয়েছেন, পর্যায়ক্রমে ঘোষণা করা হবে সিনেমার অন্যান্য কলাকুশলীর নাম।
২০২৫ সালের শুরুর দিকে সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা। দ্য স্পাই আসিফ ইকবালের দ্বিতীয় সিনেমা। এর আগে নিরব, রোশান ও বুবলীকে নিয়ে নির্মাণ করেছিলেন ‘চোখ’। ২০২১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি।