রয়টার্স, জোহানেসবার্গ
বিশ্বের ৮০ ভাগ কার্বন নিঃসরণ করে ধনী দেশগুলো। কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গরিব দেশগুলো। দুই দশকে আফ্রিকার বিশাল বিশাল বরফখণ্ডগুলোর বিশাল একটি অংশ গলে যাবে। এ অবস্থায় অঞ্চলটিতে একদিকে বন্যা, অন্যদিকে খরা বাড়বে।
ফলে প্রায় ১২ কোটি মানুষ নানাভাবে ঝুঁকিতে পড়বে। জলবায়ু পরিবর্তনের কারণে ৩০ বছরের মধ্যে মহাদেশটির জিডিপি ৩ শতাংশ কমতে পারে। জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।