মুলাদীতে বাটামারা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী সালাহ উদ্দীন অশ্রু মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ তারিকুল হাসান খান মিঠু, মুলাদী পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা নাসরিন, উপজেলা জাতীয় পার্টি (জাপা) সভাপতি হারুন অর রশিদ খান, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দীন খসরু প্রমুখ।
আগামী ২৮ নভেম্বর ওই ইউনিয়নের ভোট হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।