হোম > ছাপা সংস্করণ

কবরী রোডের এমন হাল!

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ ও অন্যতম প্রধান সড়ক কবরী রোড দিন দিন চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। কার্পেটিং উঠে গিয়ে পুরো সড়কে সৃষ্টি হয়েছে ছোট বড় অনেক গর্ত। ধুলা-বালু আর খানাখন্দে ভরপুর এ সড়ক দিয়ে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের।

জানা যায়, চুয়াডাঙ্গা পৌর শহরের প্রধান দুটি সড়ক, একটি কলেজ রোড অপরটি শহীদ আবুল কাশেম সড়ক। আর এই সড়ক দুটির আরও দুটি সংযোগ সড়ক থাকলেও কবরী রোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কলেজ রোড ও শহীদ আবুল কাশেম সড়কের পাশেই গড়ে উঠেছে গুরুত্বপূর্ণ অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, হাট-বাজার, শপিং মলসহ নানা ধরনের প্রতিষ্ঠান। ফলে কবরী রোডটি ব্যবহার করে সহজে গন্তব্যে পৌঁছানো যায়। এ ছাড়াও জেলা আওয়ামী লীগের পার্টি অফিসসহ চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ, সাবেক পৌর মেয়র, জেলা যুবলীগের আহ্বায়কের বাড়ি কবরী রোডের সঙ্গে হওয়ায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক কর্মকাণ্ডেও কবরী রোডে মানুষের চলাচল বেশি। দীর্ঘদিন ধরে সড়কে পিচ কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হওয়াতে ব্যাটারিচালিত অটোরিকশা, পাখি ভ্যান, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, হালকা বৃষ্টি হলে দীর্ঘ সময় পানি জমে থাকে সড়কে। ভাঙা স্থানে কাদা হয়। আবার শুকিয়ে গেলে প্রচুর ধুলা-বালু। গাড়ি চলাচলের সঙ্গে ধুলা-বালু উড়ে গিয়ে বাড়িঘরসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পড়ে ধুলার স্তূপে পরিণত হয়।

অটোচালক আরিফ আলী বলেন, ‘এই সড়কটি ব্যবহার করে শহরের বিভিন্ন স্থানে সহজেই যাতায়াত করা যায় আবার সময়ও কম লাগে। কিন্তু এই সড়কের অর্ধেক রাস্তা চলাচলে অনুপযোগী হওয়ায় মাঝে মাঝেই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।’

এ বিষয়ে চুয়াডাঙ্গা পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস বলেন, কবরী রোডের দরপত্র করা হয়েছে। রাস্তাটি দ্রুতই সংস্কার করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ