বগুড়া প্রতিনিধি
বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ৩৫০টি ট্যাপেন্টাডল বড়িসহ শামীম হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার সকালে বগুড়া র্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, গত মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার রজাকপুর এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শামীম ওই এলাকার আব্দুল আজিজের ছেলে।