রায়পুরায় পৌর নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর। পৌর নির্বাচনকে কেন্দ্র করে মেয়র পদে পাঁচজন এবং কাউন্সিলর পদে ২৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইতিমধ্যে এ নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি নিয়েছে উপজেলা নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন কার্যালয়ের তথ্য মতে, রায়পুরা পৌরসভার নির্বাচনে ২৫ নভেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল। যাচাই-বাছাই ২৯ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর।
মেয়র পদে পাঁচ এবং সাধারণ ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে মোট ৩০ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। পৌর নির্বাচনে মেয়র এবং কাউন্সিলরের মোট ৩৫টি পদে মনোনয়ন জমা দেওয়া হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ্ উদ্দিন জানান, বৃহস্পতিবার পৌরসভা নির্বাচনে মেয়র এবং কাউন্সিলর পদে মোট ৩৫ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। ২৩ ডিসেম্বর ভোটগ্রহণ সম্পূর্ণ করতে পৌরসভায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।