বান্দরবানে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলার ২৯ পরিবারের মাঝে গবাদিপশু, সেলাই মেশিন, সৌর বিদ্যুৎ ব্যবস্থাসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছে সেনা রিজিয়ন। মানবিক সহায়তার অংশ হিসেবে গত সোমবার সকালে সেনাবাহিনীর বান্দরবান সদর জোন প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এগুলো হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন ও ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক। এ সময় জোন কমান্ডার লে. কর্নেল আখতার উস সামাদ রাফিসহ অন্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জিয়াউল হক বলেন, পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী অপারেশন উত্তরণ দায়িত্ব পালনের পাশাপাশি পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সময়ে মানবিক সহায়তা প্রদান করে আসছে। দুর্গম পাহাড়ে বসবাসরত দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করতে এই প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।