আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ২৪ পরিবারকে ৭ লাখ ৬৫ হাজার টাকার অনুদানের চেক দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুর ইউএনও শেখ জোবায়ের আহমদের এসব চেক হস্তান্তর করা হয়।
আনোয়ারা উপজেলা প্রশাসন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের যৌথ আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও শেখ জোবায়ের আহমদ।
বাঁখালীর জলদির রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান বলেন, বন বিভাগের উদ্যোগে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ২৪ পরিবারকে ৭ লাখ ৬৫ হাজার টাকা দেওয়া হয়েছে।