নীলফামারীর চাড়ালকাটা নদী সোজাকরণ এবং বুড়িখোড়া নদী তীর সংরক্ষণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১৮ কোটি ৬০ হাজার টাকা।
গত বুধবার বিকেলে সদর উপজেলার যাদুরহাট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলীয় প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষের সভাপতিত্ব প্রকল্পের কাজের উদ্বোধন করেন করেন নীলফামারী-২ আসনের সাংসদ আসাদুজ্জামান নূর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবর রহমান, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী ও পুলিশ সুপার মোখলেছুর রহমান প্রমুখ। পরে ক্ষতিগ্রস্ত নয়জন ভূমি মালিকের হাতে চেক তুলে দেওয়া হয়।