পিরোজপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শৃঙ্খলা ভঙ্গের দায়ে জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন মাতুব্বরকে বহিষ্কার করা হয়েছে। গত বুধবার দুপুরে আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল।
আওয়ামী লীগের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত অব্যাহতি পত্র থেকে জানা যায়, গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ২য় ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তোফাজ্জল হোসেন মল্লিকের বিরুদ্ধে আনারস প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন নাসির উদ্দিন মাতুব্বর। তাই আওয়ামী লীগের সাংগঠনিক শৃঙ্খলাবিধি ও গঠনতন্ত্র অনুযায়ী তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের সকল ধরনের পদ–পদবি থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পত্রে আরও উল্লেখ আছে যে, তিনি পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভকে সরাসরি গুলি করে আহত করেছেন। শুভ এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
পিরোজপুর সদর থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান জানান, মাওলানা নাসির উদ্দিন মাতুব্বর গত ৭ নভেম্বর রাতে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুলিশ হেফাজতে রয়েছেন।