গোয়াইনঘাট উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে জয়লাভের আশায় দিন–রাত এক করে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা।
বিশেষ করে চেয়ারম্যান পদপ্রার্থীরা লিফলেট ও পোস্টার বিতরণসহ গ্রামে গ্রামে গিয়ে ভোট ও দোয়া চাইছেন ভোটারদের কাছে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
প্রার্থীরা বিজয় নিশ্চিত করতে ভোটারদের কাছে গিয়ে বিভিন্ন আশ্বাস দিচ্ছেন। দিন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের প্রচার ততই বেড়ে চলেছে।
উপজেলার ৬ ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নির্বাচনে জয় লাভ করতে সকাল থেকেই পথসভা, উঠান বৈঠকসহ নানাভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। কর্মী-সমর্থক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন তাঁরা। বিভিন্ন সভা সমাবেশে যোগ দিচ্ছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন সমানতালে। সন্ধ্যা নামলেই পাড়া-মহল্লায় সমাবেশ-পথসভা ও উঠোন বৈঠক করছেন প্রার্থীরা। ভোটাররাও উৎসাহ-উদ্দীপনা নিয়ে বিভিন্ন সভা-সমাবেশে অংশগ্রহণ করছেন।
এদিকে, আওয়ামী লীগ নেতারা দলীয় প্রার্থীর সমর্থনে বিভিন্ন সভা-সমাবেশে যোগ দিচ্ছেন। নিজেদের দলের প্রার্থীদের বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছেন। এ ছাড়া দলীয় প্রার্থী নির্বাচিত হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলেও তাঁরা আশ্বাস দিচ্ছেন।
তফসিল ঘোষণার পর থেকেই উপজেলার ছয়টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে প্রার্থীরা নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন।
তবে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ভোটারদের আশা।