স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের আয়োজনে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ: প্রসঙ্গ জেনোসাইড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন গণহত্যা গবেষক হাসান মোরশেদ বক্তব্য দেন।
এ সময় তিনি বলেন, গণহত্যা বিষয়ে মানুষের মাঝে ধারণা কম। এটি আন্তর্জাতিক অপরাধ। বিশ্বের তৃতীয় আন্তর্জাতিক অপরাধ হিসেবে গণহত্যাকে বিবেচনা করা হয়।
সেমিনারে বাংলা বিভাগের প্রধান ফারজানা সিদ্দিকার সভাপতিত্বে ও সেমিনারের আহ্বায়ক বাংলা বিভাগের অধ্যাপক ড. শিরিন আক্তার সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান, প্রক্টর ড. আলমগীর কবির, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, অধ্যাপক ড. মো. আশ্রাফুল করিম, অধ্যাপক ড. মো. রেজাউল ইসলাম, অধ্যাপক ড. মো. ফয়জুল হক, অধ্যাপক ড. মো. জফির উদ্দিন বিবিএ অনুষদের ডিন অধ্যাপক ড. খাইরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, পাকিস্তানিদের কাজ ছিল এই দেশের মুক্তিযোদ্ধাদের নিশ্চিহ্ন করা। মুক্তিযুদ্ধকালীন এই দেশের সাধারণ মানুষের ওপর যে বর্বরতা পাকিস্তানি আর্মিরা চালিয়েছিল তা ইতিহাসে বিরল।