রামপুরার বউবাজার এলাকায় দুর্বৃত্তের ধারাল অস্ত্রের কোপে আলমগীর হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বউবাজার বরফ গলিতে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে হৃদরোগ ইনস্টিটিউটে পাঠান। সেখানে আলমগীরের শারীরিক অবস্থার অবনতি হলে ফের ঢামেকের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতারের মর্গে রাখা হয়েছে। আলমগীরের দুই পায়ের হাঁটুর পেছনে ধারাল অস্ত্রের গভীর ক্ষত ছিল।
আহত আলমগীরকে হাসপাতালে নিয়ে আসা নয়ন খান জানান, আলমগীরের বাসা রামপুরা বউবাজার আদর্শ গলিতে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। সন্ধ্যায় বউবাজার বরফ গলিতে এক যুবক আলমগীরের দুই পায়ের হাঁটুর পেছনে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে আলমগীরকে স্থানীয় বেটারলাইফ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেন।
আলমগীরের স্ত্রী মিতু বেগম বলেন, তাঁদের বাড়ি ময়মনসিংহ সদরের চড়শিকদার গ্রামে।
রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, নিহত আলমগীর সোর্সের কাজ করতেন। আলমগীর কিছুদিন আগে লিমন নামে এক মাদক পাচারকারীকে ধরিয়ে দিয়েছিলেন। সে জেল থেকে বের হয়ে আলমগীরকে হত্যা করেছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।