হোম > ছাপা সংস্করণ

নিয়ন্ত্রণহীন ট্রাকের তাণ্ডবে নারী নিহত

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের দুই পাশে থাকা পথচারীসহ ৪টি সিএনজিচালিত অটোরিকশা, ১টি পিকআপ ভ্যান ও ১টি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রুমা আক্তার (৩৮) নামে এক নারী নিহত হন।

গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার মুক্তারপুরের বিসিক এলাকায় ঢাকা মুন্সিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সড়কে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল।

এ ঘটনায় দুই শিশু ও পাঁচ নারীসহ অন্তত ২০ পথচারী ও যাত্রী আহত হয়েছেন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। আহত ব্যক্তিদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বেশ কয়েকজনের অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য দুর্ঘটনার শিকার ট্রাকের চালকসহ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠান।

হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিরা হলেন আসাদুজ্জামান সুমন (৩৬), সুমন (৩৫), খোকন (৪৫), দুলাল (৫৫), মিম (২২), শামিম (২৮) অধরা (৬), ট্রাকচালক (অজ্ঞাত)সহ আরও বেশ কয়েকজন।

এ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।

এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান বলেন, এমন দুর্ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে। তদন্তসাপেক্ষে দুর্ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তাঁকেও আইনের আওতায় আনা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ