সিরাজগঞ্জের শাহজাদপুরে এক মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই মাদ্রাসার শিক্ষকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার যৌন নিপীড়নের ঘটনাটি ঘটে। এরপর গত বৃহস্পতিবার শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন শিক্ষার্থীর বাবা।
মামলা সূত্রে জানা যায়, গত বুধবার রাতে উপজেলার রুপবাটি ইউনিয়নের শিক্ষক মিজানুর রহমান (২৫) প্রথম শ্রেণির এক ছাত্রকে তাঁর শয়নকক্ষে যৌন নিপীড়ন করেন। এ সময় ছাত্রকে বলা হয়, ‘তুই এই ঘটনা যদি কাউকে বলিস, তাহলে তোকে কঠিন সাজা দেওয়া হবে।’ গত বৃহস্পতিবার মাদ্রসা থেকে ছেলে বাড়ি এসে তার মা-বাবাকে বিষয়টি জানায়। পরে তার বাবা ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেন। এরপর পুলিশ গত বৃহস্পতিবার রাতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।
শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন) গতকাল শুক্রবার সাংবাদিকদের জানান, মাদ্রাসার শিক্ষক ছাত্রকে যৌন নিপীড়ন করার অভিযোগে মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।