উজিরপুরেসাইফুল ইসলাম তালুকদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে যুবলীগের নেতা পরিচয়ে সরকারি ঘর ও টিউবওয়েল দেওয়ার কথা বলে একাধিক পরিবারের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিজেকে ঢাকা মহানগর উত্তরের আওতাধীন কাফরুল থানা যুবলীগের যুগ্ম-সম্পাদক বলে দাবি করেছেন সাইফুল ইসলাম তালুকদার।
গত সোমবার সরেজমিনে জানা যায়, উপজেলার শোলক ইউনিয়নের আটক গ্রামের ভ্যান চালক শহিদুল ইসলাম তালুকদারের ছেলে সাইফুল ইসলাম তালুকদার (৩০) কাফরুল থানা যুবলীগের যুগ্ম-সম্পাদক পরিচয় দিয়ে একই এলাকার ভ্যান চালক নুরুল ইসলাম হাওলাদারের কাছ থেকে ঘর দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন। নাম প্রকাশে একাধিক ভুক্তভোগীরা জানান, রেশনকার্ড, টিউবওয়েল ও ঘর দেওয়ার কথা বলে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন সাইফুল ইসলাম তালুকদার।
ভুক্তভোগী নুরুল ইসলাম জানান, ‘যুবলীগের কেন্দ্রীয় নেতাদের ছবিসম্বলিত আইডি করে পরিচয় দেয়। আমার কাছ থেকেও সাইফুল ইসলাম সরকারি ঘর দেওয়ার কথা বলে নগদ ১৬ হাজার টাকা হাতিয়ে নিয়ে তাল বাহানা শুরু করেছে।’
ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, ‘ঢাকা মহানগর উত্তর যুবলীগের বা কাফরুল থানার যুগ্ম-সম্পাদক পদে সাইফুল ইসলাম তালুকদার নামে কোনো যুবলীগ নেতা কমিটিতে নেই। যে এ ধরনের পরিচয় দেবে তার বিরুদ্ধে প্রশাসনকে তথ্য দিয়ে আইনগত ব্যবস্থা নিন।’
উজিরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মো. হেমায়েত উদ্দিন জানান, এ রকম বড় পদের যুবলীগের কোনো নেতা আটক গ্রামে আছে কিনা জানা নেই।
অভিযুক্ত যুবলীগ নেতা সাইফুল ইসলাম তালুকদার বলেন, ‘আমি ঢাকা মহানগর উত্তরের যুবলীগের আওতাধীন কাফরুল থানা যুবলীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্বরত আছি। কারও কাছ থেকে অর্থ হাতিয়ে নেইনি। কেউ যদি টাকা দিয়ে যায় আমি কি করতে পারি? সরকারি ঘর দেওয়ার কথা বলে খরচের জন্য মাত্র কয়েক হাজার টাকা নিয়েছি। তা নিয়ে এলাকার কারও অভিযোগ নেই। ঘর দিতে না পারলে টাকা ফেরত দেওয়া হবে। এটা বড় কোনো অভিযোগ নয়।’
উজিরপুর মডেল থানার ওসি আলী আর্শাদ বলেন, প্রতারক যে-ই হোক অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’